শিশুদের জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চার দিনের ব্যবধানে আরও দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত ২২ মার্চ রাত ২টায় সদর জায়ফরনগর ইউনিয়নের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসন্তানসহ দুটি বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটে নেয় ডাকাতরা।

এর আগে ১৭ মার্চ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গুলির ঘটনা ঘটে। প্রবাসীদের টার্গেট করে এসব ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে গত ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ ও জুড়ী থানার ওসি জালাল উদ্দিন দুটি ঘটনাস্থল পরিদর্শনে যান।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২২ মার্চ রাত আড়াইটায় ১০-১২ জন ডাকাত হামিদপুর গ্রামের বাসিন্দা দুবাইপ্রবাসী আবুল বাশারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বারান্দার কলাপসিবল ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের হাতে ধারালো দা ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতরা প্রথমে বাশার ও তার বাবা আবদুল খালেককে দড়ি দিয়ে বেঁধে ফেলে।

এরপর চাবি দিয়ে আলমারি খুলে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, ৭৫ হাজার টাকা, চারটি মুঠোফোন ও তিনটি দামি টর্চলাইট নিয়ে যায়। এ সময় পরিবারের নারী ও শিশুদের সঞ্চয় করে রাখা মাটি এবং প্লাস্টিকের তৈরি ব্যাংকও ভেঙে ডাকাতরা টাকা লুট করে নেয়।

একই দিন রাত ২টায় পাঁচজন ডাকাত জায়ফরনগর গ্রামে সৌদিপ্রবাসী হীরা মিয়ার বাড়িতে ঘরের কলাপসিবল ফটকের তালা কেটে ঢোকে। ঘরে হীরার স্ত্রী জাহানারা বেগম দুই শিশুসন্তান অমি ও মাশাফিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। দরজায় ধাক্কাধাক্কির শব্দ পেয়ে জাহানারা জেগে ওঠেন। একপর্যায়ে ডাকাতরা দরজা ভেঙে ফেলে।

পরে তারা আগ্নেয়াস্ত্র দিয়ে দুই শিশুর প্রাণনাশের ভয় দেখিয়ে জাহানারার কাছ থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও একটি মুঠোফোন নিয়ে যায়।
জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা বলেন, ঘন ঘন ডাকাতির ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকে রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন।