শিশু হত্যার মামলায় ডাবল লাইফটাইম কারাদণ্ড

ঠিকানা রিপোর্ট: ২০১২ সালে ২ এবং ৬ বছর বয়সী শিশু লুসিয়া এবং লিয়ো ক্রিমকে কুপিয়ে খুন করার দায়ে পাষন্ড ন্যানী ইয়োসেলিন অর্টেগাকে ডাবল লাইফ টাইম ( দ্বিজনম) কারাদন্ড প্রদান করা হয়েছে। ম্যানহাটানের বিজ্ঞ বিচারক গ্রেগরী কারো অনুতাপহীন ন্যানী অর্টেগাকে উক্ত দন্ড প্রদান করেছেন বলে ২০ মে জানা গেছে।
লুসিয়া এবং ক্রিমের জননী মারিনা নিজেদের ৭৬ স্ট্রীট এবং কলম্বাস এভিনিউর গৃহে অর্টেগার তত্ত্বাবধানে লুসিয়া এবং ক্রিমকে রেখে তৎকালীন ৩ বছর বয়স্কা কন্যা নেসীকে নিয়ে বাইরে গমন করেছিলেন। এ সময় রাক্ষুসী অর্টেগা শিশু বালক ও বালিকাটিকে খুন করে বাথরুমে ফেলে রাখে। এই বর্বরোচিত হত্যাকান্ডের দায়ে অর্টেগাকে বিন্দুমাত্র অনুতাপ করতে দেখা যায়নি। জুরিবৃন্দ অর্টেগাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তির মতামত দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মহিলা সম্প্রদায়ের কলঙ্ক অর্টেগাকে ডাবল লাইফ টাইম দন্ডাদেশ প্রদান করেছেন বিজ্ঞ বিচারক কারো। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ জানিয়েছেন, দন্ডিত অর্টেগাকে ওয়েস্টচেস্টার কাউন্টির মহিলা কয়েদীদের জন্য নির্ধারিত বেডফোর্ড হিলস কারেকশনাল ফ্যাসিলিটিতে প্রেরণ করা হবে।