শীতকালীন অলিম্পিকে বিশ্বরেকর্ড : স্বর্ণ জিতলেন টেসা-মোয়ের

স্পোর্টস রিপোর্ট : কানাডার টেসা ভার্চু ও স্কট মোয়ের জুটি নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন। এ আইস ড্যান্সার জুটি শর্ট ড্যান্স ইভেন্টে গত ১৯ ফেব্রুয়ারি চলমান শীতকালীন অলিম্পিকে এই কৃতিত্ব দেখান। কিন্তু তাদের এই সাফল্যে উদ্ভাসিত দিনে দুঃস্বপ্নময় অবস্থার মধ্য দিয়ে গেছেন গ্যাব্রিয়েলা পাপাডাকিস-গুইলাউম সিজেরন জুটি। তারা টেসা-মোয়ের জুটির অন্যতম প্রতিদ্বন্দ্বী। কিন্তু কিছুই করতে পারেননি এ দিন। ভাচু-মোয়ের জুটি বরাবরের মতোই এবারও অন্যতম ফেবারিট। সেভাবেই এগিয়ে চলেছেন তারা। গত ১৯ ফেব্রুয়ারি তাদের আকর্ষণীয়গত ১৯ ফেব্রুয়ারি নৈপুণ্য স্কোর এনে দেয় ৮৩৬৭। কিন্তু পাপাডাকিস-সিজেরন শুরু থেকেই একটা অস্বস্তির মধ্যে ছিলেন বলেই মনে হয়েছে। এমনকি পারফর্ম করার সময় গ্যাব্রিয়েলার পোশাকের ক্লিপ খুলে গিয়ে বক্ষ উন্মোচিত হয় এবং স্তন বেরিয়ে পড়ে। আর সে কারণেই তাদের স্কোরটাও হয়েছে হতাশাজনক। এ বিষয়ে গ্যাব্রিয়েলা বলেন,এটা খুবই বিক্ষিপ্ত পরিস্থিতি। অলিম্পিকে আমার সবচেয়ে বাজে স্বপ্ন এটাই। আমি ওই সময় নিজেকে বলছিলাম যে এভাবেই এগিয়ে যেতে হবে এবং আমরা সেটাই করেছি। নিজেদের নিয়ে এ জন্য আমাদের গর্ব করা উচিত। এমন ঘটনার পরেও নিজেদের শেষ পর্যন্ত টিকে থাকার বিষয়টি অবশ্যই দারুণ পারফর্ম্যান্স। তবে তাদের এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দুর্দাš Íগত ১৯ ফেব্রুয়ারি নৈপুণ্য দেখিয়েছেন অভিষেক হওয়া জুটির। ৮১৯৩ পয়েন্ট নিয়ে তারা শর্ট ড্যান্সে দ্বিতীয় স্থান নিয়ে শেষ করেন। ব্রোঞ্জ জয়ের অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ডুবরিউল ও জাখারি ডোনোহিউ জুটি। এই তিনটি জুটিই মন্ট্রিয়ালে একই স্থানে অনুশীলন করেছেন। তাদের কোচও ছিলেন ম্যারি-ফ্র্যাংক ডুবরিউল ও তার স্বামী প্যাট্রিস লজন।
এর আগে টেসা-মোয়ের জুটির রেকর্ড স্কোর ছিল ৮২৬৮। নিজেদেরই ছাড়িয়ে গেলেন এবার। এ বিষয়ে টেসা বলেন,যখন সঙ্গীত শেষ হয়ে গেল তখন আমাদের যে অনুভূতি হয়েছে সেটাও রেকর্ড গড়ার চেয়েও অনেক আনন্দের ছিল। আমরা শেষ করার পর পরস্পরের দিকে তাকিয়ে ছিলাম এবং গর্ব অনুভব করছিলাম যে আমরা অনেক ভালো স্কেট করতে পেরেছি। তৃতীয় অলিম্পিকে নামা মোয়ের বলেন,আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমি কিছুটা স্থায়ুচাপে ছিলাম। কিন্তু আমি টেসার চোখের দিকে তাকিয়ে, হাত ধরে যখন শুরু করলাম তখন সব ঠিক হয়ে গেল। সে আজ দুর্দান্ত ছিল। ১৯৯৭ সালে টেসা-মোয়ের জুটিবদ্ধ হয়েছিলেন। ২০১০ সালের ভ্যানকুভার অলিম্পিকে এই জুটি চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু চার বছর পর ২০১৪ সালের সোচি অলিম্পিকে তারা নিজেদের ট্রেনিং সতীর্থ জুটি মেরিল ডেভিস ও চার্লি হোয়াইটের কাছে হেরে যান। এরপর ২ বছর তারা বরফ থেকে নিজেদের সরিয়ে রাখেন। সবাই ভেবেছিলেন এই জুটি আর ফিরতে পারবে না। কিন্তুু কোচ বদলে আগের চেয়েও ভালোভাবে ফিরে এসেছেন তারা।