শীত, সৌন্দর্য এবং অন্যান্য

প্রণবকান্তি দেব : সিলেটে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী দুই-এক দিনের মধ্যে আরও বাড়বে শীতের তীব্রতা। এমনকি, আগামী বছরের প্রথমদিকে সিলেটের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন- এমনটিই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
গত ২৬ ডিসেম্বর সোমবার সিলেটের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। হয়েছে মঙ্গলবারও। এ সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, শীতের সৌন্দর্য উপভোগ করতে সিলেট বিভাগের পর্যটন এলাকাগুলোতে চলছে সৌন্দর্য পিপাসুদের ভীড়। উৎসবের আমেজ সবখানে। পিকনিক, মিলনমেলা, পিঠা উৎসবসহ নানা আয়োজন চলছেই। শুধুমাত্র মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ক্রিসমাসের ছুটিতে ২৫-৩০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন হোটেল- রিসোর্ট মালিকদের সংগঠন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার নেতৃবৃন্দ। সিলেটের অন্য জেলাগুলোর অবস্থাও প্রায় একই।
এদিকে, দেশে জঙ্গী হামলার আশঙ্কায় সিলেটেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিদেশি নাগরিক, চা বাগান এবং পাহাড়ি এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে এ নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ ডিসেম্বর রোববার ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)।
অন্যদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে উঠে এসেছে যাত্রী হয়রানির নানা চিত্র। এক যাত্রীর লাগেজ সবাই মিলে চেক করা এবং তদারকির নামে হয়রানির অভিযোগটি গণশুনানিতে প্রাধান্য পেয়েছে।
গত সোমবার যাত্রী হয়রানি লাঘবসহ আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে বিমানবন্দরের কনফারেন্স হলে এই শুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে গুরুত্ব পেয়েছে যাত্রীদের সঙ্গে আরও ভালো ব্যবহারের বিষয়টি। পাশাপাশি বিমানের ভাড়া বৃদ্ধি ও আনসার সদস্যদের ঘুষ গ্রহণের বিষয়টি তুলে ধরেন শুনানিতে অংশগ্রহণকারীরা।
এসব খবরের পাশাপাশি সিলেটের রাজনৈতিক অঙ্গনেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলন পরবর্তী ঘোষিত নতুন কমিটিতে টানা দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের শফিউল আলম চৌধুরী নাদেল। অন্যদিকে প্রেসিডিয়াম সদস্য পদ পেয়েছেন বর্ষীয়ান নারী নেতৃত্ব সৈয়দা জেবুন্নেসা হক। ফলে সিলেটের আওয়ামী রাজনীতিতে বইছে আনন্দের সুবাতাস। নতুন দুই নেতৃত্বকে ঘিরে চলছে নানা হিসেব নিকেশও। অন্যদিকে, প্রেসিডিয়াম সদস্য থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাদ পড়ার ঘটনাও আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে।
এই সব মিলিয়েই এ সপ্তাহের চিঠি…