শুভ নববর্ষ

সেলিনা রহমান

শুভ নববর্ষ
জানাই তোমায় সালাম
টেলিফোন আর ই-মেইলের মাঝে
শুভেচ্ছা প্রেরণের তুলকালাম।
নতুন আর একটি বছর
যোগ হলো আমাদের জীবনে
জানিনা ভালো কি মন্দ
বয়ে আনবে আগামী দিনে।
গত হয়ে যাওয়া বছরটি
হয়তো ছিল ভালো
আগামীর আশায় বুক বেঁধে
জ্বালাই মোমের আলো।
এ আলো যেন দূর করে দেয়
বিগত দিনের অন্ধকার
গড়তে পারি যেন আগামী দিনে
ঐক্য একতা শান্তি শৃঙ্খলা দেশমাতৃকার।
ওহাইও।