স্পোর্টস রিপোর্টার : কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় সমাপ্তির পথে। আগামী ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই রাউন্ড। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ সাতটি দল নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ ষোলোয় পৌঁছা বাকি দলগুলো হলো ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস ও সেনেগাল। স্পেনও এক পা দিয়ে রেখেছে পরের রাউন্ডে। ফেভারিট দলগুলোর মধ্যে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। অন্যদিকে স্বাগতিক কাতারসহ পাঁচটি দলের বিদায়ঘণ্টা বেজে গেছে। বাদ পড়া বাকি দলগুলো হলো কানাডা, ইরান, ওয়েলস ও ইকুয়েডর।
ইরানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই, অন্যদিকে ইরানের কেবল ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত- এমন সমীকরণের ম্যাচে ২৯ নভেম্বর মাঠে নেমে কঠিন কাজটাই করে ফেলল যুক্তরাষ্ট্র। ইরানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে মার্কিনিরা পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডে। ২০১৪ সালের পর আবার তারা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ইরান এ নিয়ে ছয়বার বিশ্বকাপ খেলে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি।
কাতারের আল তুমামা স্টেডিয়ামে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ার পর ৩৮ মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাম দিক থেকে ভেসে আসা ক্রস থেকে ডেস্ট মাপা হেড করে বক্সের ভেতর পুলিসিককে দিলে তিনি তার যথাব্যবহার করেন দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে। প্রথমার্ধে ইরান চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের ওপর। একাধিক সুযোগও তৈরি করে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা আর পায়নি।
‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ইংল্যান্ড। ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে তারা। ৩ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৭। ইরানকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় যুক্তরাষ্ট্র। এই গ্রুপ থেকে বাদ পড়েছে গ্যারেথ বেলের ওয়েলস ও এশিয়ার নব্য শক্তি ইরান। ৩ ডিসেম্বর ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। পরের দিন ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড।
অন্যদিকে গ্রুপ-এ থেকে নেদারল্যান্ডস ও সেনেগাল পেয়েছে পরের রাউন্ডের টিকিট। এই গ্রুপ থেকে বাদ পড়েছে স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। প্রথম রাউন্ডের বাধা টপকাতে ড্রই যথেষ্ট ছিল ইকুয়েডরের। ২৯ নভেম্বর খলিফা স্টেডিয়ামে সহজ এই সমীকরণ মেলাতে পারেনি তারা। উল্টো কঠিন চাপের মুখেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ইকুয়েডরকে কাঁদিয়ে নকআউটে নাম লিখিয়েছে সেনেগাল। বাঁচা-মরার লড়াইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জিতেছে সেনেগাল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে তারা। সমান ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার বিমান ধরবে ইকুয়েডরের ফুটবলাররা। এই গ্রুপের অন্য ম্যাচে কাতারের বিপক্ষে মোটামুটি হেসেখেলে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। গাপকো ও ডি ইয়ংয়ের দুই অর্ধের দুই গোলে জয়ের ব্যবধান ২-০।
গ্রুপ ‘সি’ থেকে এখনো কোনো দল শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। সৌদি আরবের কাছে ফেভারিট আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মেক্সিকোর বিপক্ষে জিতলেও এখন কোটি টাকার প্রশ্ন, মেসিরা পরের পর্ব নিশ্চিত করতে পারবেন কি? এই গ্রুপ থেকে ৪ দলেরই শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত। আজ ৩০ নভেম্বর আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পোল্যান্ড। সমান ৩ পয়েন্ট করে নিয়ে আর্জেন্টিনা ও সৌদি আরব দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে মেক্সিকো।
গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এই গ্রুপের দ্বিতীয় স্থানটি পেতে লড়বে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া।
‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠেছে বেশ। জাপানের কাছে হেরে শেষ ষোলোয় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। অন্যদিকে আরেক ফেভারিট স্পেন জার্মানির সঙ্গে ড্র করায় তারাও ঝুলে আছে। সম্ভাবনা আছে জাপান এবং কোস্টারিকারও।
গ্রুপ ‘এফ’ থেকে বাদ পড়েছে কানাডা। তবে চমক দেখিয়েছে মরক্কো। তাই এখান থেকে বেলজিয়াম, মরক্কো ও ক্রোয়েশিয়ার মধ্যে যেকোনো দুই দল পাবে পরের রাউন্ডের টিকিট।
গ্রুপ ‘জি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপের দ্বিতীয় স্থানটির জন্য লড়বে সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়া।
গ্রুপ ‘এইচ’ থেকে দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল। ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া লড়বে পরের স্থানটির জন্য। এ ক্ষেত্রে ঘানার সম্ভাবনা উজ্জ্বল।
শেষ ষোলোয় ফ্রান্স ব্রাজিল ইংল্যান্ড পর্তুগাল নেদারল্যান্ডস সেনেগাল
ইরানকে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র