খালেদ সরফুদ্দীন
খাবার শেষে আরো আছে
বিকেল বেলায় আজ
ইচ্ছে হলে সাজতে পারো
পুতুল খেলার সাজ,
কনের গলায় মালা দিও
বরের মাথায় তাজ
তুমি এলেই করব শুরু
আরো অনেক কাজ।
এসো এসো চলে এসো
আনন্দ রং পাতি,
যাত্রা শুরু করতে পারি
রঙের চড়ুইভাতি!
হারিয়ে যাওয়া শৈশবই হোক
উজ্জ্বলতার বাতি,
শৈশবকে খুঁজতে গিয়ে
সকল মাতামাতি!
-কুইন্স ভিলেজ, নিউইয়র্ক