ঠিকানা রিপোর্ট : শোটাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি) আয়োজিত বছরের প্রথম নৌবিহার অনুষ্ঠিত হলো ২৮ মে রোববার। নৌবিহারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। ফিতা কেটে নৌবিহারের উদ্বোধন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট দুলাল বেহেদু।
নৌবিহারের প্রধান স্পন্সর ছিলেন বিশিষ্ট রিয়েলটর নূরুল আজিম। সন্ধ্যা ৭টায় কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু করে বিলাসবহুল জাহাজ স্কাইলাইন প্রিন্সেস। স্ট্যাচু অব লিবার্টি ঘুরে রাত ১১টায় তা আবার ফিরে আসে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়।
৪ ঘন্টাব্যাপী নৌবিহারে প্রায় ২ শতাধিক অতিথি অংশ নেন। সংগীত পরিবেশনা, র্যাফেল ড্র ও ডিনার ছিল অতিথিদের আনন্দ বিনোদনের সঙ্গী।
শোটাইম মিউজিকের আলমগীর খান আলম নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করেন। নিজে টেবিলে টেবিলে গিয়ে সকলের খোঁজ খবর নেন। প্রায় ৩ ঘন্টাব্যাপী সঙ্গীত পরিবেশনায় অংশ নেন রিজিয়া পারভিন, দিনাত জাহান মুন্নী, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, শামীম সিদ্দিকী, মোস্তফা অনিক রাজ, তাহমিনা মিম ও রেশমী মির্জা।
প্রধান অতিথি শাহ নেওয়াজ নৌবিহারের উদ্বোধনকালে বলেন, আলমগীর খান আলম দীর্ঘদিন ধরে কমিউনিটির জনগোষ্ঠীকে চিত্তবিনোদনের জন্য কাজ করে যাচ্ছেন। সামারের শুরুতে এ নৌবিহার রিক্রিয়েশনমূলক কর্মকাণ্ডেরই অংশ। ব্যস্ততা ও যান্ত্রিক জীবনে এ ধরনের আয়োজন আমাদের মননে প্রশান্তি এনে দেয়। এ ধরনের উদ্যোগের জন্য আলমকে অশেষ ধন্যবাদ।
নৗবিহারে কমিউনিটির বিশিষ্টজনের মধ্যে ছিলেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, আহসান হাবিব, ডা. কামরুল ইসলাম, আবু তালেব চৌধুরী চান্দু, দুলাল মিয়া, ইশতিয়াক রুপু, লায়ন সাইফুল ইসলাম ও বগুড়া জেলা সমিতির সভাপতি মোহাম্মদ আকন্দ।