শ্যামলা বরন

মিজানুর রহমান মিজান :

একদিন আমি তোমাকে
অনেক ভালোবেসেছিলাম।
সে অনেক পুরোনো পাথেয় কথা
আজও মনে হলে
হৃদয়ে বাড়ে ব্যথা।
তখনো আকাশে মেঘ ছিল
এখনো মেঘ হয়,
শুধু তুমি আমার ছিলে না
এটা তো মিথ্যা নয়।
শ্যামলা বরন মেয়ে
লাজুক লতার মতো
চোখে চোখ যখনই পড়ত
হৃদয় হতো আহত।
নিষ্ঠুর তুমি
আর তোমার নীল আকাশ
মেঘে ঢেকে দিতে আমায়
হয়নি তাই এই জীবনে
প্রিয় সাথি তোমায়।