শ্রমিক নেতা আমিনুল হত্যায় একজনের ফাঁসি

টাঙ্গাইল : ঢাকার সাভারের পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার গত ৮ এপ্রিল সকালে এ রায় দেন।
দ-িত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (২৩)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি মুলতান উদ্দিন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, বিসিডব্লিউএসে কর্মরত শ্রমিক নেতা আমিনুল ইসলামকে দ-িত মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত এক নারী ২০১২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় তার অফিস থেকে ডেকে নিয়ে যান। তারপর তিনি ফিরে না আসায় তার স্ত্রী হোসনে আরা ও মেয়ে ফাহিমা দুই দিন পর ৬ এপ্রিল আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পরদিন ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানাপুলিশ।
ওই দিনই ঘাটাইল থানার এসআই শাহীন মিয়া বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেন। পরে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়। এ খবরে আমিনুলের স্ত্রী ও মেয়ে এসে থানায় সংরক্ষিত ছবি দেখে আমিনুলকে শনাক্ত করেন। পরে আদালতের অনুমতি নিয়ে আমিনুলের লাশ ওই বছর ৯ এপ্রিল টাঙ্গাইলের ওই গোরস্তান থেকে তুলে তার বাড়ি গাজীপুর জেলার হিজলহাটি গ্রামে পুনরায় দাফন করা হয়।