মৌলভীবাজার : চা উৎপাদন শুরুর দেড়শ বছর পর মৌলভীবাজারে চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। গত ১৪ মে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ দপ্তর থেকে নিলাম কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। এতে প্রধানমন্ত্রীর সিলেটবাসীকে দেওয়া আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। আর পূরণ হলো সিলেটবাসীর দীর্ঘদিনের একটি আশা। নিলামের প্রথম দিন ৫ লাখ ৫৭ হাজার কেজি চা পাতা বিক্রি হয়েছে; যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকার ওপরে।
সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। নানা কার্যক্রম বাস্তবায়ন করে গত বছরের ৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। এরপর আরও কয়েক দফা সভা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে গত ১৪ মে এ নিলাম কেন্দ্র থেকে চা বিক্রি শুরু হয়। টি প্ল্যান্টার এন্ড ট্রেডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচলনায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আর মুস্তাহিদুর রহমান নিলাম কার্যক্রম শুরু করেন। এ সময় অন্যদের মধ্যে এমএম ইস্পাহানি চা কোম্পানির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ফিনলে টি’র চিফ অপারেটিং কর্মকর্তা এ এম শামসুল মহিত চৌধুরী উপস্থিত ছিলেন।