স্পোর্টস রিপোর্ট : উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। চলতি বছরের ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। এবার ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে অংশ নিবে ছয় দল। এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলবে এ টুর্নামেন্টে। বাছাই পর্ব থেকে মূল আসরে আসবে একটি দল। বাছাই পর্বে অংশ নিবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমান।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। যেখানে দেখা যাচ্ছে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাই পর্ব থেকে উঠে আসা দলটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।
গ্রুপ পর্যায়ে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব থেকে সেরা চার দল উন্নীত হবে সুপার ফোর রাউন্ডে। সেখানে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। তারপর সেরা দুই দলকে নিয়ে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
সম্ভাব্য ফিকশ্চার
গ্রুপ পর্ব
১৮ সেপ্টেম্বর
বাংলাদেশ-শ্রীলঙ্কা,
পাকিস্তান-কোয়ালিফায়ার
১৯ সেপ্টেম্বর
ভারত-কোয়ালিফায়ার।
২০ সেপ্টেম্বর
আফগানিস্তান-শ্রীলঙ্কা।
২১ সেপ্টেম্বর
বাংলাদেশ-আফগানিস্তান,
ভারত-পাকিস্তান।
সুপার ফোর রাউন্ড
২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন- গ্রুপ ‘বি’ রানার্স আপ
২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন- গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ- গ্রুপ ‘বি’ রানার্স আপ
২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন
২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
৩০ সেপ্টেম্বর : ফাইনাল