তুহীন বিশ্বাস :
ইচ্ছেগুলো লজ্জায় মুখ লুকোয়,
সংকটের কংক্রিট দেয়ালে রক্তছাপ।
আত্মসম্মানের নির্লজ্জ আত্মসমর্পণ!
স্বপ্নগুলোর বাধ্যতামূলক নির্বাসন।
সঞ্চিত সফলতা মলিন হয় আলস্যে,
ব্যর্থতার অন্তর্জালে বন্দী আছে সময়।
গিরগিটির মতো রং বদলায় জীবন;
অন্ধকারে হোঁচট খাচ্ছে চেনা মুখগুলো।