সংগীত পরিচালককে বিয়ে করলেন গায়িকা পলক

বিয়ে করলেন পলক-মিঠুন। ছবি : ইনস্টাগ্রাম থেকে

ঠিকানা অনলাইন : অবশেষে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুছাল বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্র ‘আশিকি টু’ সিনেমার সংগীত পরিচালক মিঠুন শর্মা। গতকাল সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এর আগে ঘটা করে আয়োজন হয়েছে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। ৬ নভেম্বর (রবিবার) এ যুগল সাতপাকে বাঁধা পড়েছেন। একটি রোমান্টিক সিনেমায় কাজ করতে গিয়ে পলক ও মিঠুন প্রেমে পড়েন।

সামাজিক পাতায় বিয়ের একাধিক ছবি প্রকাশ করেছেন পলক মুছাল নিজেই। আর সেখানে শুভ কামনার হিড়িক পড়েছে। ক্যাপশনে চিরসঙ্গীর সঙ্গে যাত্রার কথা উল্লেখ করেছেন পলক।

সংগীতশিল্পী সোনু নিগম, কৈলাশ খের, চলচ্চিত্র প্রযোজক কৃষিকা লুলা ও টেলিতারকা রুবিনা দিলেইক, অভিনব শুক্লা, রেশমি দেশাইসহ অনেককে পলক-মিঠুনের বিয়েতে দেখা গেছে।

‘আশিকি টু’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রথম মিঠুনের সাথে সাক্ষাৎ হয় পলক মুছালের। ৯ বছর প্রেমের পর তাঁরা বিয়ে করলেন।

ঠিকানা/এসআর