ঠিকানা অনলাইন : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার (২৭ আগস্ট) আরেক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চোরের দল আপনাদের কান খুলে শোনা উচিৎ, বন্যা বা যুদ্ধ যাই হোক না কেন প্রকৃত স্বাধীনতা না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। খবর দ্য নিউজের।
ঝিলামে এক সমাবেশে ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বলেন, বন্যার কারণে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু ও পাঞ্জাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের উচিৎ ত্রাণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কথা বলা। কারণ বন্যায় সারা দেশে তাণ্ডব চলছে।
বর্তমান পাকিস্তানের শেহবাজ শরিফের সরকার পিটিআইকে আইএমএফের সঙ্গে করা চুক্তি নিয়ে ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছে।
এর প্রতিক্রিয়ায় ইমরান খান জানান, মিফতাহ ইসমাইল বলেছেন যে আমরা আইএমএফ কর্মসূচিকে ব্যর্থ করতে চাই।
তিনি আরও বলেন, পিটিআই সরকার যখন কোভিড-১৯ দেশে আঘাত করেছিল তখন ত্রাণের জন্য আইএমএফকে অনুরোধ করেছিল। এখন মিফতাহের আইএমএফের সঙ্গে কথা বলে ত্রাণ চাওয়া উচিৎ।
ইমরান খান পাকিস্তানের অর্থমন্ত্রীকে বলেছেন, ভয় না পেয়ে বন্যার কারণে সৃষ্ট ধ্বংসের পরিপ্রেক্ষিতে আইএমএফের কাছে ত্রাণ চান।
পিটিআই প্রধান আরও বলেছেন, তাদের বিরুদ্ধে সংবাদপত্রে প্রচারণা চলছে। তবে ৩০ বছর ধরে যারা দেশ লুট করেছে তাদের বিরুদ্ধে সত্যিকারের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন তিনি। এই দেশে আইনের আধিপত্যের জন্য লড়াই করে যাচ্ছেন বলে জানান ইমরান খান।
তিনি আরও বলেন, বন্যা ও যুদ্ধের মুখেও তাদের সংগ্রাম চলমান থাকবে। প্রকৃত স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। ইমরান খান জানান, তিনি বন্যা দুর্গতদের সম্ভাব্য সব উপায়ে সাহায্য করবেন, কিন্তু ‘চোরদের’ ছাড় দেবেন না।
ঠিকানা/এসআর