সংঘর্ষের পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী চাহমান সীমান্ত ক্রসিং। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর দেশ দুটির সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার একজন পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার সীমান্তবর্তী চাহমান শহরের ডেপুটি কমিশনার আবদুল হামিদ জেহরি বলেছেন, ‘আগের দিন উভয় পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে গভীর রাত পর্যন্ত গোলাগুলি হয়েছে। এরপর দুই দেশের বাণিজ্য ও সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।’

জেহরি আরও বলেন, ‘সীমান্ত ক্রসিংয়ের আফগান দিক থেকে আগত একজন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যকে গুলি করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।’

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এটি একধরনের ‘‘ভুল বোঝাবুঝির’’ কারণে হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘাত কয়েক দশক ধরেই চলছে। পাকিস্তান তার সীমান্তে ২ হাজার ৬০০ কিলোমিটার বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু তালেবান সেই পরিকল্পনায় বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঠিকানা/এম