নিউইয়র্ক: গত ৭ মে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টেও বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মিথ্যা মামলায় সাজানো রায়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার বন্দী করে প্রমাণ করল দেশে কোন আইনের শাসন নেই, উচ্চ আদালত অতীতের সকল রেওয়াজ ও আইন উপেক্ষা করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত করে যে নজীর সৃষ্টি করেছে তা গণতন্ত্রের জন্য শুভ নয়।
যুক্তরাষ্ট্রের সফরত ড. খন্দকার মারুফ হোসেনের সাথে যুক্তরাষ্ট্র যুবদলের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সভা পরিচালনা করেন যুবদল যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান ।
গেস্ট অব অনার সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, মাদার অব ডেমোক্রেসী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধভাবে জাতিসংঘ, হোয়াইট হাইজ, স্টেট ডিপার্ট সহ বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচী ও বিভিন্ন দেশের পররাষ্ট্র দপ্তরে অবৈধ রায়ের বিরুদ্ধে জনমত গড়তে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এখনও বিভিন্ন কর্মসূচী অব্যাহত আছে।
সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রবাসে দেশনেত্রীর মুক্তির আন্দোলন ও আগামী নির্বাচনে লেভেল ফিল্ডের দাবীতে প্রবাসীদের নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে।
নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: রেজাউল আজাদ ভূঁইয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল, চট্রগ্রাম উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, সাবেক যুগ্ম সম্পাদক আজাদ বাকের, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা বাছেত রহমান, এবাদ চৌধুরী, ইকবাল আনসারী, যুবদল যুক্তরাষ্ট্র শাখার সহ- সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিটি যুবদলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, জাহাংগীর হেসেন, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমদ, আব্দুস সামাদ টিপু, কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শাহাদত হোসেন রাজু, বিএম বাদশা,আরশাদ খান, সিদ্দিক পাটোয়ারী, ইউসুফ আলী মাসুক আহমদ সুজন, আনোয়ার হোসেন, মাইন উদ্দীন প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশন সভাপতি আল আমীন, কুমিল্লা জেলা সমিতির সভাপতি আমিনুল হক, বন্ধুদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সেলিম আহমদ, জীবন শফি, আলমগীর হোসেন, গোলাম রহমান, তাহমিদ আহমদ, ফরিদ আলম খান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।