রাজনৈতিক ডেস্ক : পরিবর্তন চান না অধিকাংশ এমপি-মন্ত্রী। তারা আগের সীমানা বহাল রাখার আবেদন করেছেন নির্বাচন কমিশনে। এ ছাড়াও সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ৬০টি আসনে ৬২১টি আবেদন জমা পড়েছে। চলতি মাসেই এ আবেদনগুলোর দাবি-আপত্তি শুনানি শেষে সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। খসড়ায় ৩৮ আসনে পরিবর্তনের কথা বলা হয়েছে। এসব পরিবর্তনে আপত্তি জানিয়ে ইসিতে আবেদন করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিরা। ১৬টি জেলার ৬০টি আসন থেকে ৬২১টি আবেদন আসে। এর মধ্যে বর্তমান সীমানায় আপত্তি জানিয়ে আবেদন পড়েছে ৪০৪টি আর সীমানা বহাল রাখতে আবেদন এসেছে ২১৭টি।
ইসি কর্মকর্তারা জানান, আগের সীমানা বহাল রাখতে আবেদন করেছেন চারজন মন্ত্রী ও ১৫ জন এমপি । অপর দিকে সীমানায় পরিবর্তন চেয়েছেন তিনজন মন্ত্রী ও সাতজন এমপি। এসব মন্ত্রী-এমপি আবেদনের পাশাপাশি কমিশনারদের সঙ্গে দেখা করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা দাবি-আপত্তি শুনানির জন্য বিভাগ অনুযায়ী নথি উপস্থাপনের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। তবে আবেদন দেখে কমিশন সিদ্ধান্ত দেবে কিভাবে এবং কবে থেকে সীমানা পুনর্নির্ধারণে এসব দাবি-আপত্তির শুনানি শুরু করা হবে।
ইসি সূত্র জানায়, সংসদীয় আসনে পরিবর্তন চেয়ে আবেদন এসেছে ৬০টি আসন থেকে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯টি আসনে, রংপুর বিভাগে চারটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় আটটি, বরিশালে চারটি, সিলেটে চারটি এবং চট্টগ্রাম বিভাগের ১৫টি আসন থেকে আবেদন এসেছে।
ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে। ইসি প্রকাশিত গেজেটে দেখা যায়, এবার ছয়টি পদ্ধতি অনুসরণ করে সীমানাবিন্যাস করা হয়েছে। সেগুলো হলো ২০১৩ সালে নির্ধারিত জেলার আসনসংখ্যা ঠিক রাখা, প্রশাসনিক ইউনিট বিশেষ করে উপজেলা এবং সিটি করপোরেশনের ওয়ার্ডের অখ-তা যথাসম্ভব বজায় রাখা, ইউনিয়ন বা পৌর এলাকার ওয়ার্ড একাধিক আসনে বিভাজন না করা, যেসব নতুন প্রশাসনিক এলাকা সৃষ্টি হয়েছে বা বিলুপ্ত হয়েছে, তা অন্তর্ভুক্ত করা, বিলুপ্ত ছিটমহল এলাকা অন্তর্ভুক্ত করা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য ও যোগাযোগ ব্যাবস্থা যথাযথ বিবেচনায় রাখা। এর ফলে প্রায় অর্ধশত আসনে জনসংখ্যার ভারসাম্যহীনতা দেখা যায়।