জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসন চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া আগামী অক্টোবর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে কত তারিখে এ তফসিল ঘোষণা হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।
সোমবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বিষয়ক এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়েছে। আর সংবিধান ও ইসির রোডম্যাপ অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম অক্টোবরে জাতীয় নির্বাচনের কথা বললেও সংসদের মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে শেষ ৯০ দিনে ভোট হলে অক্টোবরে তফসিল ঘোষণার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ, সংসদের মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে ৩১ অক্টোবর থেকেই কেবল কাউন্ট ডাউন শুরু হবে।
সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে কমিশনার রফিকুল ইসলাম বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে তারা ২৫টিতে পরিবর্তন এনেছেন। ঢাকার কোনো সংসদীয় আসনে কোনো পরিবর্তন আসেনি বলে তিনি জানান।
এর আগে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ এসব আসনে যে পরিবর্তন আনা হচ্ছে তা তুলে ধরেন। যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো: নীলফামারী ৩ ও ৪, রংপুর ১ ও ৩, কুড়িগ্রাম ৩ ও ৪, সিরাজগঞ্জ ১ ও ২, খুলনা ৩ ও ৪, জামালপুর ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪ ও ৫, সিলেট ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ ও ৬, কুমিল্লা ৯ ও ১০ এবং নোয়াখালী ৪ ও ৫।