ঠিকানা অনলাইন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো যাবে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলাস। ১ নভেম্বর (মঙ্গলবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডিয়ান হাইকমিশনার। এ সময় তিনি এ কথা জানতে চেয়েছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আনিসুল হক বলেন, ‘কানাডিয়ান হাইকমিশনার জানতে চান যে আগামী নির্বাচনে পর্যবেক্ষক অ্যালোও করা হবে কি না?
জবাবে তিনি বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের আইন করে দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকারের যেসকল সহযোগিতা লাগবে সরকার তা করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর।’
আইনমন্ত্রী বলেন, ‘বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ডাটা প্রোটেকশন অ্যাক্ট নিয়েও আলোচনা হয়েছে। আমরা ডাটা প্রোটেকশন আইনটি নিয়ে একবার আলোচনা করেছি স্টেকহোল্ডারদের সঙ্গে।’
আগামী ৪ নভেম্বরকে সংবিধান দিবস ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস। এ দিবসটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পালন করা হবে।
ঠিকানা/এম