সন্তানকে মারধর, শিক্ষককে মাটিতে ফেলে পেটালেন মা-বাবা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সন্তানকে মারধর করার অভিযোগে স্কুলশিক্ষককে মাটিতে ফেলে পিটিয়েছেন এক দম্পতি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। ২২ মার্চ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার একটি সরকারি স্কুলের শিক্ষক আর ভরত। পুলিশ জানিয়েছে, সন্তানকে মারধর করার অভিযোগ নিয়ে এদিন স্কুলে হাজির হন তার মা-বাবা। ক্লাসে ঢুকেই শিক্ষককে ছাত্রীর মা বলেন, ‘শিশুদের মারধর করা বেআইনি। কেন মেরেছেন আমার মেয়েকে? কে অধিকার দিয়েছে? জুতা দিয়ে মারা উচিত আপনাকে।’

এর পরই ভরতকে ক্লাস থেকে টেনে বের করার চেষ্টা করেন তিনি। পালানোর চেষ্টা করেন শিক্ষক। তাকে পুরো স্কুল ধাওয়া করেন ছাত্রীর বাবা শিবলিঙ্গম। এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে।

জানা গেছে, শিক্ষক ভরতকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন ওই দম্পতি। তাকে ইট দিয়েও আঘাত করার চেষ্টা করা হয়। এ সময় আতঙ্কে কান্না জুড়ে দিয়েছিল খুদে শিক্ষার্থীরা।

অন্যদিকে সহকর্মীকে মার খেতে দেখে তার এক সহকর্মী ছুটে আসেন। কিন্তু তাকে হামলা থেকে বাঁচাতে পারেননি। পরে তার চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এসে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন।

তুতিকোরিনের পুলিশ সুপার এল বালাজি শরবনন বলেছেন, এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে হামলা, ভীতি প্রদর্শন এবং একজন সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তের ভাই মুনুস্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থীকে অন্য বেঞ্চে বসতে বলা হয়েছিল। কিন্তু সে কথা শুনছিল না। সহপাঠীদের সঙ্গে মারামারি করছিল। আসন বদল করার সময় পড়ে গিয়ে সে আঘাত পায়। কোনো শিক্ষক তাকে মারধর করেননি। কিন্তু শিশুটি বাড়ি ফিরে তার দাদার কাছে অভিযোগ করে যে শিক্ষক তাকে মারধর করেছেন।

ঠিকানা/এনআই