সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন পেইন

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

ঠিকানা অনলাইন : সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। শেফিল শিল্ডে ১৭ মার্চ (শুক্রবার) তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর নিজের সিদ্ধান্ত জানান তিনি। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ৩৮ বছর বয়সী এই ক্রিকেটাকে গার্ড অব অনার দেওয়া হয়। পেইন অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ টেস্ট খেলেছেন, এরমধ্যে ২৩টিতে নেতৃত্ব দেন। ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে স্টিভেন স্মিথ নিষিদ্ধ হলে দায়িত্ব পান পেইন।

তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ১১টি টেস্ট জয় করে। ৮টি ম্যাচ হারে এবং ৪টি ম্যাচ ড্র হয়। অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টিও খেলেছেন পেইন।

২০২১ সালের জানুয়ারির পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি পেইন। ঘরোয়া সাদা বলের ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ায় বাদ পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে। পরে মানসিক অবসাদে ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছিলেন।

তাসমানিয়া ক্রিকেটের এক নারী সহকর্মীকে আপত্তিকর বার্তা এবং ছবি পাঠিয়েছিলেন পেইন। তখনকার মতো ব্যাপারটা ধামাচাপা পড়লেও ২০২১ সালে ওই নারী সব ঘটনা প্রকাশ্যে আনেন। পরে পেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পেইনের অধিনায়কত্বে ২০১৯ সালে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ২-২ এ সিরিজ ড্র করে ফেরে। ২০০১ সালের পর অস্ট্রেলিয়ার কোনো দল সেই প্রথম এ কৃতিত্ব দেখায়।

ঠিকানা/এম