সমুদ্র সৈকতে অন্যরকম মেহজাবীন

ঠিকানা অনলাইন : বছরজুড়েই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে বেশ কিছুদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই ছিল তার এই সফর। পাশাপাশি নিজের মতো করে সেখানেও সময়ও কাটাচ্ছেন মেহজাবীন।

এদিকে নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। আর পাশের দেশ মেক্সিকোর সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে তিনি কাজ থেকে ছুটি নিয়ে অন্যরকম এই ছুটির দিনগুলো উপভোগ করছেন বেশ। মেহজাবীনের এই পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্নের ছড়াছড়ি। অনেকের প্রশ্ন- কার সঙ্গে সেখানে গিয়েছেন এই তারকা। কেউ আবার করছেন ভালোবাসাময় মন্তব্য।

অবশ্য কার সঙ্গে মেক্সিকোর সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। শুটিং নাকি শুধুই অবকাশ যাপন করতে সেখানে গেছেন সেটাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন ছাড়াও অংশ নিয়েছেন তানজিন তিশা, তাসনিয়া ফারিণসহ দেশের বেশ কয়েকজন তারকা। পরপর মেহজাবীন ও তানজিন তিশা মেক্সিকো থেকে ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কাজ শেষে তারা দু’জন একসঙ্গেই অবকাশ যাপনে রয়েছেন। এদিকে সর্বশেষ মেহজাবীন অভিনেত্রী ‘পুনর্জন্ম-৩’ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। মেহজাবীনের অভিনয়ও এখানে মুগ্ধতা ছড়িয়েছে।

ঠিকানা/এম