সম্পত্তি কর বিরতি ও ভাড়া ফ্রিজের জন্য সহায়তা করছে কুইন্স বরো প্রেসিডেন্ট অফিস

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে সম্পত্তি কর বিরতি ও ভাড়া ফ্রিজের জন্য কুইন্স বরো প্রেসিডেন্ট অফিস সহায়তা করছে। যারা বাসা ভাড়া ফ্রিজ করতে চান অথবা যারা হোম ওনার ট্যাক্স এক্সামশন নিতে চান, তারা আবেদন করতে পারেন। এই আবেদন এখন গ্রহণ করা হচ্ছে। তবে যোগ্যতার সব মাপকাঠি পূরণ করে আবেদন করতে হবে। যাদের আবেদন বিবেচিত হবে, তাদেরকে সুবিধা দেওয়া হবে। কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডের অফিস থেকে জানানো হয়েছে, যারা নিউইয়র্কার্স এবং যারা ডিজঅ্যাবল তারা এই সুবিধা পেতে পারেন। আবেদনকারীদের আলাদা করে এই প্রোগ্রামে নিবন্ধন করানোর জন্য এনরোল করা যাবে। ৮ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টা বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। এর আগে ৮ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি ও ১ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সেবা দেওয়া হয়।
তারা বলছে, যোগ্য বয়স্ক নিউইয়র্কবাসী এবং প্রতিবন্ধী নিউইয়র্কবাসীর জন্য এই প্রোগ্রাম। সম্পত্তি ট্যাক্স পজ বা ভাড়া ত্রাণের জন্য আবেদন করতে কুইন্সের পিইইউ বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে ব্যক্তিগত সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া নিউইয়র্ক সিটির প্রোগ্রামগুলোতে নথিভুক্তকরণে সহায়তা পাওয়ার জন্য তাদের হটলাইনে (৯২৯-২৫২-৭২৪২) কল করা যেতে পারে।