সম্পত্তি নিয়ে সু চির সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব

বিশ্বচরাচর ডেস্ক : সম্পত্তির ভাগ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। যুক্তরাষ্ট্র প্রবাসী তার ভাই এ নিয়ে আদালতে পর্যন্ত গেছেন। সু চি যে বাড়িতে গৃহবন্দী ছিলেন, তা নিলামে তুলতে এবং পাওনা অংশ বুঝে নিতে মামলা ঠুকেছেন অং সান উ।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রকৌশলী উর আইনজীবী ইয়াঙ্গুনের ওই দ্বিতল বাড়িটির মূল্য নির্ধারণ করেছেন ৯ কোটি মার্কিন ডলার।

ইয়াংগুনের ইনিয়া লেকের ইউনিভার্সিটি সড়কের ৫৪ নম্বর বাড়িটিতে ১৫ বছর গৃহবন্দী ছিলেন সু চি। ১৯৪৭ সালে তার বাবা গুপ্তহত্যার শিকার হলে সরকার তার মাকে দুই একর জমিটি দান করে। সু চির মা ১৯৮৮ সালে মারা যান। এরপর থেকে বাড়িটি সু চির দল এনএলডির ‘রাজনৈতিক বৈঠকখানা’ হিসেবে ব্যবহƒত হয়েছে।

সু চি চান, ঐতিহাসিক এই স্মৃতিস্থানটি ঐতিহ্যকে ধারণ করে বেঁচে থাকুক। কিন্তু তার ভাই উ বলছেন, ‘তাকে আমি এই বাড়িটি ফ্রি ফ্রি ব্যবহারের সুযোগ দিয়েছি ১২ বছর। আর নয়।’