সম্মান জানাতে প্রধান অতিথি খালেদা জিয়া

রাজনৈতিক ডেস্ক : চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটক সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে বিএনপি। জনসভার মূলমঞ্চে টাঙানো ব্যানারে লেখা ছিল ‘প্রধান অতিথি বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন।’ খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেয় বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদের চেতনা। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো জনগণের ভোটে জয়লাভ করে দেশনেত্রীকে প্রধানমন্ত্রী করে শূন্য চেয়ার পরিপূর্ণ করব। এ প্রত্যাশা নিয়েই আমরা এগোচ্ছি।
গত ২৯ সেপ্টেম্বর রাতে স্থায়ী কমিটির নেতারা দলীয় প্রধানের প্রতি সম্মান জানাতে উল্লিখিত সিদ্ধান্ত নেন। সবার ধারণা ছিল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। জনসভায় প্রত্যাশা অনুযায়ী সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশে বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন।