ঠিকানা অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন- ‘দেশের জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের বিদায়ের আন্দোলনে আমরা অগ্রসর হব। অতি দ্রুত আমরা এই সরকারকে বিদায় দিতে সমর্থ্য হব। এই সরকারকে বিদায় করার জন্য জনগণ রাস্তায় নেমেছে।’
গাবতলীতে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রার আগে বক্তব্যে ৩১ জানুয়ারি বিকেলে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিকেল সোয়া ৩টার দিকে গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।
এসময় সরকারকে উদ্দেশ্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা মনে করেছিলেন মামলা নির্যাতন করে বিএনপিকে ঘরে বসিয়ে দেবেন। বিএনপি ও দেশের জনগণ প্রমাণ করেছে তারা বসে যায়নি বরঞ্চ আপনাদের বিদায় করার জন্য রাস্তায় নেমেছে। তারা (আওয়ামী লীগ) এদেশের কোনো মেরামত করতে পারবে না। তাদের বিদায় যত দ্রুত সম্ভব হবে, এদেশের জনগণের ও দেশের জন্য ততই মঙ্গল।’
ঠিকানা/এম