সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

ঠিকানা অনলাইন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

২৯ আগস্ট (সোমবার) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রাশেদা আখতার।

ঠিকানা/এসআর