পাঁচ বছর পর আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও আজমেরী আশা। নাটকের নাম ‘উইদাউট সরি লাভ’। নির্মাণ করেছেন শেখ সেলিম। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ‘সরি শব্দটি আমরা কারণে অকারণে ছোট বড় ভুলে অনেক বেশি ব্যবহার করি। একটি ছেলে তার প্রেমিকার ক্ষেত্রে কোনো ভুল করলে কিংবা অফিসে কোনো ভুল করলে বারবার সরি শব্দটি ব্যবহার করে। সরি শব্দটি ছেলেটি এত বেশি ব্যবহার করে যে তার আশপাশের সবাই খুব বিরক্ত হয়। একসময় তার প্রেমিকা ছেলেটিকে শর্ত দেয় দু’দিন সরি শব্দটি যেন সে না ব্যবহার করে। যদি তা সে করতে পারে তবে মেয়েটি ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্কের ধারাবাহিকতা রাখবে। কিন্তু তা করতে গিয়ে ছেলেটি সরি না বলার কারণে চাকরি হারায়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। আসছে যে কোনো বিশেষ দিবসে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।
- বিজ্ঞাপন -