ঠিকানা অনলাইন : একুশে পদকপ্রাপ্ত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই। করোনায় আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা গেছেন তিনি।
শাহাদাত হোসেন খানের ভাগনে সেতারবাদক ফিরোজ খান এ খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন শাহাদাত৷
ফিরোজ খান বলেন, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন শাহাদাত হোসেন খান। ১২ দিন আগে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। এরপর তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি৷ শাহাদাত হোসেন খানের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৷
১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন কুমিল্লা জেলার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খানও উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতারবাদক। দুই চাচা বাহাদুর হোসেন খান এবং সংগীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান।
শাহাদাত হোসেনের দুই যমজ মেয়ে আফসানা খান সেতারবাদক ও রুখসানা খান সরোদবাদক। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।
ঠিকানা/এনআই