`সস্তায় পাওয়া গেলে রুশ জ্বালানি কিনবে বাংলাদেশ’

ঠিকানা অনলাইন : সস্তায় পাওয়া গেলে রুশ জ্বালানি কিনবে বাংলাদেশ। সম্প্রতি কাতার ইকোনমিক ফোরামে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৯ মে (সোমবার) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাশিয়া যদি আমাদের সুলভে জ্বালানি বিক্রি করতে রাজি হয় তাহলে আমরা অবশ্যই তা কিনব। সস্তায় পাওয়া গেলে রুশ জ্বালানি না কেনার কোনো প্রশ্নই আসে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য সব কিছু করছি। আমাদের জনগণের চাহিদা পূরণ করা আমাদের দায়িত্ব। আমাদের নাগরিকদের সমৃদ্ধ জীবনের অধিকার রয়েছে। এ জন্য আমরা দেশের উন্নতির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি।’

শুধু রাশিয়া নয়, বিশ্বের যেখানেই সুলভে পাওয়া যাবে, সেখান থেকে বাংলাদেশ জ্বালানি তেল কিনবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বের যে দেশই আমাদের সুলভে জ্বালানি বিক্রি করবে, আমরা তাদের থেকেই তেল কিনব। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।’ সূত্র : আরটি

এসআর