সহিষ্ণু কাননে

সেলিম ইকবাল :

আলোর বাগানে ঘুটঘুটে আঁধারটা ঘুরে,
তোমারই অন্বেষায় আমি নিরুদ্দেশ
তুমি কেবলই প্রফুল্লে অপহৃব করে,
আমাতে অপলক অপাঙ্গে নির্বিবেশ।

তুমি হেসেই উন্মাদ, আমাকে দেখে দেখে,
অপলক চোখে তোমার দেমাগী বিদ্রƒপ;
তুমি পেয়েছ একি স্বাদ, জীবন ঘন বনে
হৃদয়ের আচ্ছাদনে যাতনা তদ্রƒপ!

যতই অনুনয় আমার তোমাতেই তাই
অনুরাগের অভিমান ফেরাতেই তোমার
ততই অন্তরায় অন্তরঙ্গে পাই
যেই তরঙ্গে হৃদয় ভেঙে চুরমার!

তুমি স্বর্গের ঢেঁকির মতোই প্রতিদিন
পুরাতন স্মৃতি বাজিয়ে কাঁদাও মোরে তবু
তোমার বাঁশি সুর তুলে দ্রোহে বাজিয়ে বীণ
স্বপ্নিল দিল উড়িয়ে ডাকোনি মোরে কভু।

আমি মনোহর চৈতন্যে চিত্ত চয়নে,
তোমার বিদ্রƒপ বিলাপ সইতে না পারি
এ কোন স্বপন জড়িয়ে তোমারই নয়নে
নিঠুর উপদ্রব প্রলাপ যেন তোমারি!

তুমি ধৈর্য বহনে হও বিনয়ী বাহারি,
সংবর্ধনা তোমার সহিষ্ণু কাননে
আমি নিঃস্বার্থ ঔদার্যে ভিখারি তোমারি
হও নত আমারি মতো বিধাতার চরণে।