সাংবাদিকরাই নষ্টের গোড়া?

মোস্তফা কামাল : রোজিনা ইসলামকে ঘিরে সাংবাদিক-সাংবাদিকতা নিয়ে আবারও নানা কথা। সাংবাদিকদের প্রতি সমবেদনা-সহমর্মিতা প্রকাশ পাচ্ছে। নানা দোষারোপে তাদের সমালোচনাও চলছে। আরাম কেদারায় বসা রাজমহলের কিছু লোক পাইকারিতে সাংবাদিকদের নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। পারলে দেশের দূরাবস্থার জন্যও দায়ী করছেন। কিন্তু, খোলাসা করছেন না কোন দূরাবস্থাটা সাংবাদিকদের তৈরি? বা দেশের কোন অঘটনে জড়িত ছিলেন-আছেন সাংবাদিকরা?
মাঝেমধ্যেই মারধর, গালাগাল, মামলা, হয়রানির পর সাংবাদিকদের শেষতক চোরও বানালেন রাজবেতনের আমলারা। সমর্থন পেলো স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের। তাদের মতো বাড়ি-গাড়ি, বিদেশ সফর, ঘুষ-দুর্নীতি, পেনশন- কোনো কিছুর ধারে-কাছে আছেন সাংবাদিকরা? ক্রান্তিকালে কোন ভূমিকা এই ফেরেশতাদের? বরং বঙ্গবন্ধু বা জিয়া হত্যা থেকে শুরু করে বহু অঘটনে সম্পৃক্ততা বা বেনিফিসিয়ারি হওয়ার উদাহরণ আছে এই চক্রের। সাংবাদিকরা এর ধারে-কাছেও ছিলেন?
বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করেছিল? জিয়াউর রহমানকে? তারা কে? কারা? সাংবাদিকরা? ১৯৭৫ থেকে ’৮১ পর্যন্ত ২০/২২টি সামরিক অভ্যুত্থান চেষ্টায় সাংবাদিকরা ছিলেন? ’৮২ সালে জেনারেল এরশাদকে ক্ষমতায় কি সাংবাদিকরা এনেছেন? তাকে ৯ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছেন কারা? আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যাচেষ্টা সাংবাদিকরা করেছেন? ওয়ান ইলেভেন সাংবাদিকরা এনেছেন? দুই নেত্রীকে মাইনাসের ফর্মুলা সাংবাদিকরা দিয়েছেন? বিদেশে অর্থ পাচার, রাষ্ট্র বা দেশের হাজার-হাজার কোটি টাকা আত্মসাত সাংবাদিকরা করেন? জঙ্গী হামলা, ক্রসফায়ার, করোনা মহামারিতে জালিয়াতি, চুরি-চামারি, লুটপাট সাংবাদিকরা করেন?
কম-বেশি এ সবের প্রতিবাদ পেশাগতভাবে সাংবাদিকরাই করেন। পরিণামে একের পর এক সাংবাদিক কিংবা গণমাধ্যমের টুঁটি চেপে ধরা? কোন জেদে এই আচরণ? দুনিয়ার কোন দেশে দুর্নীতিবাজরা নিজের দুর্নীতির খবর নিজে দেয় কখনো? অপরাধী স্বেচ্ছায় এসে গণমাধ্যমকে বলে- সে অপরাধী?
সাংবাদিকের গলা টিপে ধরা সহজ। আর সহজ বলেই স্বাস্থ্যের অতিরিক্ত সচিব জেবুন্নেসা বা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক পারভীন সুলতানারাও তা করেন। তখন তারা আর অবলা থাকেন? বলেন, বা জানান তারা কী অপকর্ম করেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাজার কোটি টাকার দুর্নীতি, মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া নাম যুক্ত করা, খুলনার কোন এক মন্ত্রীর ভাইয়ের জমজমাট মাদক ব্যবসাসহ অসংখ্য অপকর্মের খবর কোনো অপরাধী রোজিনা ইসলামকে দিয়েছে? সেইসব তথ্য-উপাত্ত তাকে জোগাড় করতে হয়েছে বিভিন্ন সোর্সের মাধ্যমে। সেটাও চুরি?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন, ঢাকা।