ঠিকানা অনলাইন : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় আনা হয়েছে।
১৭ জুন শনিবার সন্ধ্যায় তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয়।
এর আগে গত বুধবার (১৪ জুন) সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন তার মৃত্যু হয়।
এদিকে নাদিম হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা হয়েছে। ১৭ জুন দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এর আগে সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বাবুকে আটক করা হয়।
ঠিকানা/এনআই