মনজুর কাদের :
বাছা তোর ঘটে কিছু
বুদ্ধি কি নাই যে
সবকিছু মাপা হয়
শেপে আর সাইজে?
গোলমাল আছে কিছু
সোনা আর পিতলে
সমস্যা সাইজে
ফলি আর চিতলে
ঠিকমতো বুঝবে
চোখ দুটি নোয়ালে
সাইজেই হেরফের
পাবদা ও বোয়ালে
বোঝা যাবে স্পষ্ট
চোখ দুটি ঘোরালে
সাইজের হেরফের
ভ্যাদা আর কোরালে
সাইজের হেরফেরে
ধাঁধা লাগে ভাইরে
গোলমাল ধরা পড়ে
টেংরা ও আইড়ে