সাউথ কারোলিনায় অ্যান্টি-সিমিটিজম লড়াই বিল পাস

ঠিকানা ডেস্ক: সমগ্র আমেরিকার শিক্ষাঙ্গনে সিমিটিজম বিরোধী চিন্তা-চেতনা ও কর্মকান্ড মাথা চাড়া দিয়ে উঠেছে। শিক্ষাঙ্গনের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রশ্নে এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনতর বাস্তবতার পরিপ্রেক্ষিতে সমগ্র আমেরিকার মধ্যে সাউথ ক্যারোলিনাই সর্বপ্রথম স্টেট হিসেবে সিমিটিজম বিরোধী মনোবৃত্তির বিরুদ্ধে লড়াই করার আইন পাস করেছে।
বিলটির সমর্থকগণ বলেন, সমগ্র আমেরিকার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে নানা ধরনের বিদ্বেষ ও আক্রমণাত্মক মনোবৃত্তি মাথা চাড়া দিয়ে উঠেছে নতুনভাবে পাস হওয়া বিলটি তা প্রতিহতে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে সহায়তা করবে। সাউথ ক্যারোলিনা হাউজে বিলটি ৮৬-৪ ভোটে পাশ হয়েছে বলে ৬ মে জানা গেছে। রিপাবলিকান দলীয় স্টেট রিপ্রেজেনটেটিভ এলান ক্লেমনস বিলটির স্পন্সর করেন। বিলটি পাশ হওয়ার পর ক্লেমনস বলেন, অ্যান্টি-সিমিটিজম মোকাবেলায় সমগ্র আমেরিকায় সাউথ ক্যারোলিনা নেতৃত্বের স্থান দখল করেছে। অবশ্য বিলটির বিরোধিতাকারীগণের বিশ্বাস যে বিলটি ই¯্রায়েলী সরকারের সমালোচকদের নিন্দাবাদের কাজ করবে।
জনৈক মুখপাত্র জানান, গভর্নর হেনরী ম্যাকমাস্টারের ডেস্কে পৌঁছলে বিলটিতে স্বাক্ষরদানের মাধ্যমে একে আইনে পরিণত করার সদিচ্ছা গভর্নরের রয়েছে। ফেব্রুয়ারি মাসে অ্যান্টি ডিফেমেশন লীগের প্রতিবেদনে বলা হয়েছিল, গত বছর আমেরিকায় অ্যান্টি-সিমিটিক ঘটনাপ্রবাহ ৫৭% বৃদ্ধি পেয়েছিল।