আটলান্টিক সিটি থেকে প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩ এপ্রিল সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ‘ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়। ওয়েস্ট আটলান্টিক সিটির ৮০২৯ ব্ল্যাক হর্স পাইকে অবস্থিত ‘ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেল’এ ঐদিন রাতে এই সম্মেলন অনুষ্ঠিত হ
ত্রি-বার্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদদীন দেওয়ান , অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকূ ও সদস্য শাহানারা রহমান। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন সিরাজউদদৌলা ভূঁইয়া, আবু তাহের ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাব্বির হোসেন ভূঁইয়া,আবদুর রফিক ,মাসুদ চৌধুরী,মোঃ শাহজাহান ও কাঞ্চন বল।
সম্মেলনের প্রথম পর্বে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীমউদ্দীনের সঞ্চালণায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ শাহজাহান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সজল চক্রবর্তী। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্য এবং ১৯৪৭ সাল থেকে বাঙ্গালী জাতীয়তাবাদের আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।এই পর্বে বক্তব্য রাখেন ফরহাদ সিদ্দিক, এমডি জামান, বিপ্লব দেব,শেখ শওকত শিমুল,অভিজিত চৌধুরী লিটন,কুতূবউদদীন ইমরান, মোঃ শাহীন, কামাল হোসেন, মোঃ বেলাল, শামসুল ইসলাম শাহজাহান, নূরুন নবী চৌধুরী শামীম প্রমুখ।
প্রথম পর্ব শেষে ড. সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্র্রো আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহানারা রহমান, মাহবুবুর রহমান টুকু, মহিউদদীন দেওয়ান।
বক্তারা সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিগত কমিটির নেতৃবৃন্দকে তাদের সফল কর্মকা-ের জন্য ধন্যবাদ জানান।আগামীতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকা- পরিচালনা করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন এবং জনইেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
সবশেষে ডঃ সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি হিসাবে শামসুল ইসলাম শাহজাহান এবং নতুন সাধারণ সম্পাদক হিসাবে কুতুবউদদীন এমরানের নাম ঘোষণা করলে হল ভর্তি আওয়ামী লীগ নেতা- কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। এছাড়া ডঃ সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন কমিটির সহসভাপতি,যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উপদেষ্টা কমিটির নাম ঘোষনণা করেন।
৩ এপ্রিল মঙ্গলবার সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাউথ জার্সিতে বসবাসরত আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছিল। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বহুধা বিভক্ত নেতা-কর্মী ও সমর্থকরা আশা করছেন নতুন কমিটির নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে সাউথ জার্সিতে আওয়ামী লীগের কর্মকা-ের পালে আরো জোর হাওয়া লাগবে।