নিউইয়র্ক: সাউথ ব্রঙ্কসের দারুস সালাম ইসলামিক কমিউনিটি ইনক এবং স্থানীয় মুসলিমদের যৌথ উদ্যোগে ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড-১ এর মিলনায়তনে গত ১৯ জুন মঙ্গলবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় মসজিদের ইমাম টি. নাদু-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি বোর্ড-এর সদস্য শাহজাহান শেখ। বিশেষ এই পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর মি. জাসুয়া কর্টেজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঐতিহ্যগতভাবে নিউইয়র্ক সিটি ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের সামাজিক/ধর্মীয় অনুষ্ঠানে সিটি প্রশাসনের সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন। স্থানীয় কমিউনিটি বোর্ডের ম্যানেজার মি. লফটিন এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্থানীয় হিস্প্যানিক নেত্রী আ. মাগুয়েল তার বক্তব্যে এই ধরনের অনুষ্ঠানকে নিউইয়র্ক শহরের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তির সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ডেমোক্র্যাটিক নেতা আব্দুস শহীদ, হাসান আলী এবং কমিউনিটি বোর্ড মেম্বার যথাক্রমে ওসমান চৌধুরী, নূরুল হক ও আব্দুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।
- বিজ্ঞাপন -