সাক্ষ্য দিতে অস্বীকৃতি, কারাগারে চেলসি ম্যানিং

ঠিকানা ডেস্ক : বিশ্বব্যাপী সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংকে জেলখানায় রাখার আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ৮ মার্চ শুক্রবার এ আদেশ দেয় আদালত।

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ ২০টি অভিযোগে ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড হয়েছিল ম্যানিংয়ের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাজা কমালে ২০১৭ সালে ছাড়া পান তিনি। সাক্ষ্য দিতে অস্বীকার করার অপরাধে ৮ মার্চ ভার্জিনিয়া আদালতের বিচারক ক্লড হিলটন ৩১ বছর বয়সী ম্যানিংকে জেলে পাঠানোর নির্দেশ দেন। হিলটন বলেছেন, ম্যানিংয়ের মতো পরিবর্তন কিংবা উইকিলিকস নিয়ে তদন্তে গ্র্যান্ড জুরিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সাবেক এ গোয়েন্দা বিশ্লেষককে পুলিশ হেফাজতেই থাকতে হবে। সাত লাখেরও বেশি গোপন নথি, ভিডিও ও কূটনৈতিক তারবার্তা উইকিলিকসকে সরবরাহ করার অভিযোগে ২০১০ সালে ইরাক থেকে ম্যানিংকে গ্রেফতার করা হয়।

ম্যানিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল বিতর্ক চলে। সামরিক আদালতের দন্ড পাওয়ার একদিনের মাথায় ব্র্যাডলি ম্যানিং নিজেকে নারী বলে দাবি করেন এবং বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। কারাগারে হরমোন চিকিৎসা পাওয়ারও দাবি তুলেছিলেন ম্যানিং। পুরুষদের জন্য নির্ধারিত একটি সামরিক কারাগারে থাকা অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।