ছন্দা বিনতে সুলতান : কবি জুলি রহমান পরিচালিত সাজুফতা সাহিত্য ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব গত (৭৪-এর পাতার পর)
৪ জুন রোববার নিউইয়র্কে পালিত হয়েছে। এ উপলক্ষে সাজুফতা সাহিত্য ক্লাব বৈশাখী উৎসবের আয়োজন করে। বাংলার গ্রামীণ প্রাচীন ঐতিহ্য ‘পালকি’ নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পালকী বেহারাসহ ব্রঙ্কসের পার্কচেস্টারের স্টারলিং প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল গোল্ডেল প্যালেসে পৌঁছে। পালকির গুণগুণা শব্দ আগত অতিথিদের নষ্টালজিক করে দেয়। সাজুফতা সাহিত্য ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ম্যাগজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এছাড়া সাজুফতা সাহিত্য ক্লাবের পক্ষে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় নাসরীন চৌধুরী, মেহের চৌধুরী, তাহমিনা শহীদ এবং ফরিদা ইয়াসমীনকে। অনুষ্ঠানে বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আয়োজনে ছিল স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা। রেজা আবদুল্লাহর সঞ্চালনায় ছিল মুন্সিয়ানা। অনুষ্ঠানে শিল্পী, কবি-সাহিত্যিক, কমিউনিটি অ্যাক্টিভিস্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। বিকেল থেকে মধ্যরাত অবধি চলে জমজমাট অনুষ্ঠান।