সাতক্ষীরা জেলা সমিতির বর্ণিল অভিষেক

ঠিকানা রিপোর্ট: সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনকের নব নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক সম্পন্ন হয়েছে। বিপুলসংখ্যক সাতক্ষীরাবাসী এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সরব উপস্থিতিতে অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানটি গত ৬ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা আব্দুল রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক তুহীন সানজীদ, আশরাফুল হাসান বুলবুল ও ফিরোজ কবিরের পরিচালনায় চমৎকার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনসন এন্ড জনসনের সিনিয়র সায়েনটিস্ট কেসিএএস’র পরিচালক বিজ্ঞানী আবু সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ল’ অফিস অব স্টুয়ার্ড এন্ড বেবিসের কাজী জামান, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটসের সভাপতি আজহারুল ইসহাক খোকন, মাস মিউচুয়াল ইন্স্যুরেন্স কোম্পানীর ফাইন্যালশিয়াল এক্সজিকিউটিভ পরেশ সাহা, প্রধান নির্বাচন কমিশনার ডা. শেখ হাসান, ডা. আবুল হোসেন, ক্যালিফোর্নিয়া ঢাবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আহাছানুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিষেক ও পুনর্মিনী কমিটির আহবায়ক দেবব্রত ঘোষ, প্রধান সমন্বয়কারী রোমেল খান, বাংলাদেশ ল’ সোসাইটির সদস্য লোপাস কামাল, সদস্য ওয়াহিদুজ্জামান পলাশ প্রমুখ।


প্রধান অতিথি বিজ্ঞানী আবু সিদ্দিকী নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাতক্ষীরাবাসী এই সুন্দর অনুষ্ঠান দেখে এবং সাতক্ষীরাবাসীর মধ্যে সৌহার্দ- সম্প্রীতি দেখে আমি অভিভূত। তিনি বলেন, সাতক্ষীরাবাসীর মধ্যে যদি এই সম্প্রীতির বন্ধন অটুট থাকে আগামীতে আপনাদের যে কোন কাজে আমি পাশে থাকবো এবং আমার সহযোগিতা থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার ডা. শেখ হাসান, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনভাবেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব ছিলো না।
সভাপতি মোহাম্মদ আহাছানুল ইসলাম শিমুল বলেন, আপনারা আমাদের যে গুরুদায়িত্ব দিয়েছেন আমরা তা আপনাদের সহযোগিতায় পালন করার চেষ্টা করবো এবং আমাদের প্রাণের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন বিপ্লব অভিষেক এবং পুনর্মিলনী অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্য বক্তারা বলেন, যে কোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচনে দুটো প্যানেল থেকে কমিটি এসেছে। নির্বাচন শেষ প্যানেল শেষ। এখন আমাদের একটি প্যানেল। আমাদের লক্ষ হবে দেশে এবং প্রবাসে সাতক্ষীরাবাসীর কল্যাণে কাজ করা। কম্যুনিটির কল্যাণে কাজ এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখলেই আমরা আদর্শ সংগঠনে পরিণত হবো।


নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. শেখ হাসান। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ আহাছানুল ইসলাম শিমুল, সিনিয়র সহ সভাপতি এস এম শফিকুল ইসলাম ময়না, সহ সভাপতি কাজী আবু মোনায়েম মোহাম্মদ জুহাইর, ফয়জুল্লাহ খান রোমেল, দেবব্রত ঘোষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন বিপ্লব, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোহাম্মদ মেজবাহুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শহিদুজ্জামান শুভ্র, প্রচার সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ আল ফারুক, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা রেহানা খান, তথ্য ও গবেষণা সম্পাদক হাসানুল কুদ্দুস তুহিন, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার আরিফ এবং কার্যকরি সদস্য- মোহাম্মদ জাহিদুল হক, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ আবু জাহিদ, জাকির হোসেন ও মোহাম্মদ রাকিবুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আনন্দে মাতিয়ে রাখেন ক্লোজ আপ ওয়ানের শিল্পী শশী ও চন্দন।