সাতচল্লিশে চিত্রনায়িকা মৌসুমী

ঠিকানা অনলাইন : চিত্রনায়িকা মৌসুমী’র জন্মদিন আজ। ১৯৯৪ সালে সালমান শাহের বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে যাত্রা শুরু করেই জনপ্রিয় নায়িকা। যা তাকে এনে দিয়েছিল তারকাখ্যাতি। এরপর অভিনয় দক্ষতা দিয়ে দিনে দিনে কেবল নিজেকেই ছাড়িয়ে গেছেন মৌসুমী। ৩ নভেম্বর (সোমবার) ৪৭ বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার এই প্রিয়দর্শিনী।

মৌসুমীর এবারের জন্মদিনটা বেশ বিষাদের। স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। প্রতি বছর মাকে নিয়ে জীবনের নতুন বছর শুরু করেন তিনি। এবার সে সুযোগ হয়নি। তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ এ নায়িকার।

করোনার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি ফিরেছেন মির্জা রাকিব রচিত ও তারেক সিকদার পরিচালিত ‘ভক্ত’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এখানে মৌসুমীকে একজন চলচ্চিত্রের মানুষ হিসেবেই দেখা যাবে।

প্রসঙ্গত, মৌসুমী নামে খ্যাত হলেও নায়িকার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালে আজকের দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে।

ঠিকানা/এমআরএম