ঠিকানা ডেস্ক: রাজ্য-সাম্র্রাজ্যের উত্থান-পতন এবং ক্ষমতার হাত বদলের পালায় অনেক সময় দাসদের প্রভুর আসন অলঙ্কিত করার ভুরি ভুরি নজির মানব ইতিহাসে পাওয়া যায়। তাই কোন সাম্র্রাজ্য বা শাসন ব্যবস্থাই চিরস্থায়ী নয়- প্রবাদ প্রবচনটি অভিধানে স্থান পেয়েছে। আমেরিকার রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে আফ্রিকান-আমেরিকানদের অতীত ইতিহাস কারও অজানা নয়। অথচ সেই আফ্রিকান-আমেরিকানদের উত্তরসূরী লন্ডন ব্রিড সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে সান ফ্রান্সিসকোর মেয়র হিসেবে নির্বাচিত এবং শপথ গ্রহণের মাধ্যমে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন।
৪৩ বছর বয়স্কা ব্রিড ১২ জুলাই সান ফ্রান্সিসকোর মেয়র হিসেবে শপথ গ্রহণের পর যুগান্তকারী অধ্যায়ের সূচনা পর্বে সিটির ড্রাগ ব্যবহারকারীদের চিকিৎসায় এবং চরম আর্থিক সঙ্কটাপন্ন গৃহহারাদের সমস্যার সমাধানে বজ্রকঠোর সঙ্কল্প ব্যক্ত করেছেন।
উদ্বোধনী ভাষণে মেয়র ব্রিড বলেন, সিটিতে আবাসনের সঙ্কট অত্যন্ত প্রকট। তাই যে কোন মূল্যে সিটিতে অধিক সংখ্যক আবাসন নির্মাণ করতেই হবে। ব্রিড বলেন, নো বা না বলার রাজনীতিতে গোটা সিটি সয়লাব হয়ে গেছে। আপনার আমার তথা সর্বস্তরের সিটিবাসীর বাড়ির শয়ন কক্ষ থেকে আঙ্গিনা পর্যন্ত সর্বত্র নো সমান তালে বিদ্যমান। তাই আমি নো এর স্থলে ইয়েসের (না এর পরিবর্তে হ্যাঁ) রাজনীতি চালু করতে চাই।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতিমালার বিরুদ্ধে এবং সমস্যাগ্রস্ত ইমিগ্র্যান্ট ও ক্ষদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোরও বজ্রকঠোর সঙ্কল্প ব্যক্ত করেছেন ব্রিড। অনটনক্লিষ্ট পরিবারের সদস্যা হিসেবে নিজ মায়ের চাচী জ্যানেটে ডুপার ওয়াকারের আশ্রয়ে বড় হওয়া ব্রীড ব্যয়বহুল শহরের দারিদ্র্যপীড়িত জনগণের সেবায় সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শপথও ব্যক্ত করেছেন।
ব্রিড আরও বলেন, কমিউনিটির জনগণ যথাসর্বস্ব উজাড় করে তাকে সহযোগিতা করেছেন এবং সর্বসাধারণের আস্থা কুড়াতে পারায় তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই বার্ষিক ৩৩৫,৯৯৬ ডলার উপার্জনের সুবিধেভোগী মেয়র হিসেবে তিনি নিজকে সিটির উন্নয়নে বিলিয়ে দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দারিদ্র্যক্লিষ্ট পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টিরও প্রতিশ্রুতি ব্যক্তি করেন।
সহ¯্রাধিক সমর্থক-পৃষ্ঠপোষক-নেতা-কর্মী-শুভানুধ্যায় এবং কর্মকর্তার উপস্থিতিতে সিটি হলে সান ফ্রান্সিসকোর সাবেক মেয়র ও ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নর গ্যাভিন নিউজম মেয়র লন্ডন ব্রিডের শপথ পরিচালনা করেন। চীন দেশীয় লায়ন ড্যান্সারস এবং সান ফ্রান্সিসকো গে মেনস কোরাস নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
৮ লাখ ৭০ হাজার জনসংখ্যা অধ্যুষিত সান ফ্রান্সিকো নগরীর মোট জনসংখ্যার প্রায় ৬ % কৃষ্ণাঙ্গ। ডিসেম্বরে নির্বাচিত মেয়র এড লি অকস্মাৎ মারা যাওয়ায় তার শূন্য আসনে ব্রিড নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে তাকে পরবর্তী ৪ বছরের জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে ব্রীড দ্বিতীয় মহিলা। তার আগে ডায়ানে ফিনস্টিন সর্বপ্রথম ইউএস সিনেটর নির্বাচিত হন।