সানিসাইড মুসলিম সেন্টারে রাসুল (সা.) এর সিরাত নিয়ে আলোচনা

নিউইয়র্ক : সানিসাইড মুসলিম সেন্টার গত ৮ এপ্রিল রোববার আয়োজন করে রাসুল (সা.) এর সিরাত নিয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে আলোচনা করেন নিউইয়র্ক ইসলামিক সেন্টার ৯৬ স্ট্রিট ম্যানহাটন মসজিদের ইমাম সাদ জাহল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হলিস এর মসজিদ ঈসা ইবন মরইয়মের ইমাম নূহ।
আবু সারেহ শুয়াইব এর উপস্থাপনায় হাফিজ নূহ এর অসাধারণ কোরআন তেলাওয়াত সকল শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। ইমাম সাদ তাঁর দীর্ঘ আলোচনায় রাসুল (সা.)-এর সিরাত নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর দাখিল থাকতে নির্দেশ দিয়েছেন। যেভাবে আমাদের মৃত্যু হবে সেভাবেই আমাদের উপস্থাপন হবে। সুতরাং আমাদের মুসলিম হয়েই মৃত্যুবরণ করা উচিত।
জ্ঞান-বিষয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলেন, শিশু বয়স্ক সকলকেই জ্ঞান আহরণ করতে হবে। রাসুল (সা.) অত্যন্ত মিশুক ছিলেন শিশুদের সাথে। আবু সালামা (রা.) এর মৃত্যুর পর যখন রাসুল (সা.) এর সাথে উে সালামার বিয়ে হয় তখন আবু সালামার সন্তানের সাথে রাসুল (সা.) কী ধরনের সুন্দর ব্যবহার করেছেন বা উপস্থাপন করেন।
তিনি বলেন, আমাদের জীবন সাময়িক, শুধুমাত্র ভালো আমল আমাদের সাথে করে যাবে। রাসুল (সা.) আমাদের ইসলামের জ্ঞান আহরণে উৎসাহিত করেছেন এবং তার বিতরণের মাধ্যমেই আমাদের সাফল্য আসবে। সাহারা (রা.), থেকে শুরু করে সবাই জ্ঞানের বিস্তার করেছেন। এ প্রসঙ্গে তিনি আবু হুশরা (রা.)-এর হাদিস সংরক্ষণ ও প্রসারের কথা উল্লেখ করেন।
জ্ঞানের সংরক্ষণ ও এর অনুসরণই আমাদের নিরাপত্তা প্রদান করবে। মাগরিব ও ইশা, নামাজে জনাব আমানের সুললিত কণ্ঠে আজান ছিল বিশেষ আকর্ষণ। ডিনার শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে প্রায় রাত ১০টায়। প্রেস বিজ্ঞপ্তি।