সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত

নিউইয়র্ক : সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার।

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কের সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে গত ২০ জানুয়ারি শুক্রবার (৭৮-এর পাতার পর)
উডসাইডের গুলশান টেরেস। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাফোক ইসলামিক সেন্টারের ইমাম শায়খ আব্দুল্লাহ ইজাত বায়োমী এবং দারুল ইসলাহ হিফজ একাডেমির ইমাম, ডিরেক্টর ও বিশিষ্ট ক্বারি শায়খ ওয়ালীদ।
মদিনা ইউনিভার্সিটির সদ্য গ্র্যাজুয়েট ইউসুফ চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আবু সালেহ শোয়াইব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ ও নাকিব হামিদ। সানিসাইড মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট পারভেজুর রহমান মসজিদের চিত্র উপস্থাপন করে সকলকে মসজিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। শায়খ আব্দুল্লাহ ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠান গুরুত্ব উল্লেখ করে উপস্থিত সকলকে মসজিদে দান করতে উদ্ধুদ্ধ করেন। পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন মসজিদের সেক্রেটারি নাসির হায়দার।
ফান্ডরেইজিং কমিটির আহবায়ক আব্দুল হামিদ সোহেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ডিনার পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।