সান্টোসের বহিষ্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত

ঠিকানা ডেস্ক: কিডনী ট্রান্সপ্ল্যান্টের জন্য অপেক্ষমান হন্ডুরাসের অবৈধ অভিবাসী নেলসন রোসালেস সান্টোসের বহিষ্কারাদেশ কার্যকরের মেয়াদ আপাতত ৬ মাস স্থগিত করেছে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাবৃন্দ। কিডনী ট্রান্সপ্ল্যান্টের নির্ধারিত সময় সীমা পর্যন্ত ৪৯ বছর বয়স্ক সান্টোসকে যুক্তরাষ্ট্র বহিষ্কার না করার জন্য কানেকটিকাটের ডেমক্র্যাটিক দলীয় গভর্নর ডানেল পি মালীসহ ডজনাধিক মানবাধিকার কর্মী হার্টফোর্ডস্থ ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ আপাতত ৬ মাস কার্যকর না করার জন্য কর্মকর্তাবৃন্দ আদেশ দিয়েছেন বলে ২৩ জুন জানা যায়। প্রাপ্ত তথ্যানুসারে, কিডনী বিকল হয়ে সত্ত্বেও ২২ জুন সান্টোসের বহিষ্কারাদেশ কার্যকর করার কথা ছিল। আরও জানা যায় যে হতভাগ্য সান্টোস দীর্ঘ ৩০ বছর পূর্বে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল এবং স্টামফোর্ডে ৩০ বছর যাবত বসবাস করে আসছিল। সে যুক্তরাষ্ট্রের একজন সিটিজেন মহিলাকে বিয়ে করেছে এবং যুক্তরাষ্ট্রে ১৯, ১৪ ও ১১ বছর বয়সী ৩ সন্তান দিয়েছে। এতদ সত্ত্বেও ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ দিয়েছে।