সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে সবার আগে সেমিতে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল আসরে ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিরাজুল ইসলাম মিরাজের হ্যাটট্রিকে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। অপর দুটি গোল করেন নাজমুল হুদা ফয়সাল ও মোর্শেদ আলী।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। দুই ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে।

বাংলাদেশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর শুক্রবার মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোনো দল যাবে সেমিতে।

খেলা শুরু হওয়ার পর প্রথম গোল পেতে বাংলাদেশকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

৫ মিনিটেই তারা গোলের দেখা পেয়ে যায় নাজমুল হুদা ফয়সালের মাধ্যমে। ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মোর্শেদ আলী। রক্ষণভাগের একজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন। প্রথমার্ধে দলটি ২-০ গোলেই এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে মিরাজ হ্যাটট্রিক পান। খেলার ৭৪ থেকে ৭৭ মিনিটের মাঝে ২ গোল করার পর খেলা গড়ায় ইনজুরি টাইমে। আর এই সময় মিরাজ তার তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

ঠিকানা/এনআই