সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ঠিকানা রিপোর্ট : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী গত ৫ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশ-প্রবাসে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শিরনি বিতরণ করা হয়। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপি, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা বিএনপি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া, স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করে।
৫ সেপ্টেম্বর দুপুরে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, এম সাইফুর রহমানের মেজো ছেলে এম কায়সার রহমানসহ পরিবারের সদস্য এবং মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। পরে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীসহ অনেকে।

নিউইয়র্ক : সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আয়োজিত মিলাদ মাহফিলে মোনাজাত আদায়।


এদিকে এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী প্রমুখ।
কর্মসূচি শেষে এক স্মরণসভায় সিলেট বিএনপির নেতারা বলেন, মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। তিনি ছিলেন সিলেটের উন্নয়নের রূপকার। তার অবদান সিলেটের পরতে পরতে রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ আস্থাভাজন হিসেবে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার ভূমিকা ছিল আপসহীন। শুধু সিলেটে নয়, দেশ ও দেশের বাইরেও এম সাইফুর রহমান কীর্তিমান পুরুষ। সিলেটের মানুষ আজীবন তাকে মনে রাখবে।
এদিকে এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডন শহরের একটি হলে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ৫ সেপ্টেম্বর এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ওয়াদুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার সফলতার সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২টি বাজেট পেশ করেছেন। তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রঙ্কসে মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র গত ৫ সেপ্টেম্বর সোমবার ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া।
সংগঠনের সভাপতি লায়েক হাসান তরফদার ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, নোয়াখালী সমিতির প্রাক্তন সভাপতি আব্দুর রব মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড সদস্য মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নওশের আহমদ, মোহাম্মদ সাদি মিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলি, জাফর আহমদ তালুকদার, ফারুক চৌধুরী, সৈয়দ গৌছুল হোসেন, সাইফুর রহমান স্মৃতি পরিষদের লিয়াকত হোসেন, জিল্লুর রহমান খান, মনজুর চৌধুরী জগলু, জুবায়ের খান জুয়েল, মশিউর চৌধুরী টুকু, ইমতিয়াজ বেলাল, রিপন মিয়া, খলিলুর রহমান প্রমুখ।
মাহফিলে মাওলানা ইহাহিয়া সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর পরকালীন জীবনের মঙ্গল কামনা করে মহান আল্লাহর রহমত কামনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।