সাবেক এমপি মমতাজ বেগম আর নেই

ঠিকানা অনলাইন : সাবেক এমপি মমতাজ বেগম আর নেই। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার মেরুল বাড্ডার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আওয়ামী লীগের সংরক্ষিত সাবেক সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি। মমতাজ বেগম মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি শহরের কোটগাঁওয়ের বাসিন্দা।

তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ঠিকানা/এনআই