ঠিকানা অনলাইন : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই।
১৩ নভেম্বর শুক্রবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রয়াতের ছেলে ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১৯৯৬-২০০১ মেয়াদে কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
প্রয়াতের জ্যেষ্ঠ ছেলে ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ১২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাড়িতে অধ্যাপক মোহাম্মদ আলী অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ঠিকানা/এনআই